• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গা আটক 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০৮:৩৫ পিএম
ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গা আটক 

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের বিভিন্ন ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটক সবাই কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে উখিয়া থানার সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটক সবাই উখিয়ার কুতুপালং বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে তাদের ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোরশেদ।

ওসি বলেন, “উখিয়া বাজারের আশপাশে অভিযান চালিয়ে ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন স্থানে যাওয়ার সময় ১৩৬ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।”

সঞ্জুর মোরশেদ বলেন, “এসব রোহিঙ্গারা চট্টগ্রাম ও কক্সবাজারসহ সারা দেশে  ছড়িয়ে পড়ছে। আবার অনেকে স্থানীয়ভাবে থাকার জন্য নানা কৌশল অবলম্বন করছেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!